ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেক্ট্রন আসক্তি কম-ব্যাখ্যা কর

ক্লোরিন ও ফ্লোরিন উভয়েই পর্যায় সারণির গ্রুপ ১৭ শ্রেণির মৌল তবে ফ্লোরিনের আকার ক্লোরিনের চেয়ে ছোট তাই স্বভাবতই ফ্লোরিনের ইলেক্ট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হওয়া উচিত কিন্তু পরীক্ষা করে দেখা গেছে, ফ্লোরিনের ইলেক্ট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম।

ফ্লোরিনের শক্তিস্তর কম বিধায় ইলেক্ট্রন ঘনত্ব বেশি।

ফ্লোরিন ও ক্লোরিন এর ইলেক্ট্রন আসক্তির মান নিম্নরূপঃ

F = (-333 KJ mol-1)

Cl = (-348 KJ mol-1)

এর কারণ হলো ফ্লোরিন পরমাণুর আকার অতি ক্ষুদ্র এবং ফ্লোরিনের ইল্কেট্রন বিন্যাসে সর্বশেষ স্তর হলো দ্বিতীয় স্তর কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ স্তর হলো তৃতীয় শক্তিস্তর। যার ফলে সর্বশেষ স্তরে ফ্লোরিনের ইলেক্ট্রন ঘনত্ব ক্লোরিন এর ইল্কেট্রন ঘনত্ব অপেক্ষা বেশি। কারণ দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর অপেক্ষা অনেক ছোট। ফ্লোরিনের সর্বশেষ স্তরে ইলেক্ট্রন ঘনত্ব বেশি হবার কারণে আগমনকারী ইলেক্ট্রনের প্রতি দ্বিতীয় স্তরের ইলেক্ট্রনের কার্যকর বিকর্ষণ বেশি হয় এবং সামগ্রিকভাবে ইলেক্ট্রন আসক্তির মান কমে যায়।

উপরোক্ত কারণেই ফ্লোরিনের (F) ইলেক্ট্রন আসক্তি ক্লোরিন (Cl) অপেক্ষা কম হয়।ba

Posted in একাদশ-দ্বাদশ শ্রেণি, রসায়ন বিজ্ঞান

Post a Comment

Previous Post Next Post
Clicky