বিসিএসঃ বাংলা ভাষা ও সাহিত্য- বচন

বিসিএসঃ বাংলা ভাষা ও সাহিত্য- বচন

০১. বচন অর্থঃ সংখ্যার ধারণা
০২. এক বচনের উদাহরণঃ ডাক্তার রুগী দেখছেন
০৩. কোনটি একবচন বাচক নির্দেশকঃ টা
০৪. কোনটি একবচনের উদাহরণঃ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
০৫. অপ্রাণিবাচক শব্দঃ কমলনিকর
০৬. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়ঃ গ্রাম/দাম/পুঞ্জ/মালা/গুচ্ছ/রাজি/রাশি/আবলি/নিকর/নিচয়
০৭. উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়ঃ গণ/বৃন্দ/ম-লী/বর্গ
০৮. একবচন বাচক শব্দঃ টা, টি, খানা, খানি
০৯. বহুবচন বাচক শব্দঃ রা, এরা, গুলা, গুলি, গুলো, দের
১০. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে পাওয়া যায়ঃ রা 

১১. কবিতায় মাঝে মাঝে অপ্রাণিবাচক ও ইতর প্রাণিবাচক শব্দেও পাওয়া যায়ঃ রা, এরা
১২. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়ঃ গুলা, গুলি, গুলো
১৩. কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়ঃ পাল ও যুথ
১৪. কোনটি বহুবচনবাচক শব্দঃ রচনাবলি
১৫. ‘লোকে বলে’ উক্তিটির তাৎপর্যঃ সাধারণ লোকে বলে
১৬. সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়ঃ নির্বাচকমন্ডলী
১৭. কোনটি সঠিকঃ মেঘপুঞ্জ
১৮. বিশেষ নিয়মে সাধিত বহুবচনঃ সিংহ বনে থাকে
১৯. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করেঃ পাকা পাকা আম
২০. ‘বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুল’ হচ্ছেঃ বহুবচন
২১. ‘ডালে ডালে কুসুম ভার’ এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেঃ সমূহ
২২. ‘সাহেব’ শব্দের বহুবচনঃ সাহেবান
২৩. ‘কাগজ’ শব্দের বহুবচনঃ কাগজাত
২৪. বহুবচনের অপপ্রয়োগ ঘটেছেঃ সকল পন্ডিতেরা অহংকারী হন না
২৫. সংখ্যাবাচক শব্দঃ যে শব্দ দ্বারা সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে ।
২৬. সংখ্যাবাচক শব্দ কত প্রকারঃ ৪ প্রকার। যথাঃ ( অঙ্ক বাচক, পরিমাণ বাচক, ক্রম বাচক বা পূরণবাচক এবং তারিখ বাচক )
২৭. অঙ্ক বাচকঃ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
২৮. পরিমাণ বাচকঃ এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় , সাত, আট
২৯. ক্রম বাচক বা পূরণবাচকঃ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম
৩০. তারিখবাচকঃ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, দশই

Post a Comment

Previous Post Next Post
Clicky