বিসিএসঃ বাংলা ভাষা ও সাহিত্য – পদ প্রকরণ

বিসিএসঃ বাংলা ভাষা ও সাহিত্য – পদ প্রকরণ

১. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে ঃ পদ বলে
২. পদ প্রধানত কত প্রকার ঃ ২ প্রকার ( নাম পদ ও ক্রিয়া পদ )
৩. পদ কত প্রকার/ বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ কত প্রকার ঃ ৫ প্রকার
( বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া )
৪. বিশেষ্য পদ ঃ কোন কিছুর নামকেই বিশেষ্য পদ বলে ।
৫. বিশেষ্য পদ কত প্রকার ঃ ৬ প্রকার ( নামবাচক, জাতিবাচক, ব¯‧বাচক, সমষ্টিবাচক, ভাববাচক, গুনবাচক বিশেষ্য )
৬. নামবাচক বিশেষ্য ঃ সবুর, যশোর, হিমালয়, আরাফ ইত্যাদি
৭. জাতিবাচক বিশেষ্য ঃ মানুষ, গরু, পাখি, পর্বত, নদী ইত্যাদি
৮. বস্তুবাচক বিশেষ্য ঃ খাতা, কলম, থালা, বাটি ইত্যাদি
৯. সমষ্টিবাচক বিশেষ্য ঃ সভা, জনতা, সমিতি, মিছিল, ঝাঁক, বহর
১০. ভাববাচক বিশেষ্য ঃ ভোজন, শয়ন, গমন, দর্শন
১১. গুণবাচক বিশেষ্য ঃ স্বা¯
্য, তারুণ্য, যে․বন, সে․রভ
১২. সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে- এখানে ‘সুন্দর’ শব্দটি কোন পদ ঃ বিশেষ্য পদ
১৩. জাতিবাচক বিশেষ্য’র দৃষ্টান্ত ঃ নদী
১৪. গুণবাচক বিশেষ্য ঃ মধুরতা
১৫. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় ঃ আই
 

 
১৬. বিশেষণ পদ ঃ যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অব¯
া,
সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে ।
১৭. বিশেষণ পদ কত প্রকার ঃ ২ প্রকার ( নাম বিশেষণ ও ভাব বিশেষণ )
১৮. রুপবাচক বিশেষণ ঃ নীল আকাশ, সবুজ মাঠ
১৯. গুণবাচক বিশেষণ ঃ চে․কস লোক
২০. অব¯
াবাচক বিশেষণ ঃ তাজা মাছ, মোটা ছেলে
২১. সংখ্যাবাচক বিশেষণ ঃ হাজার লোক, শ’টাকা
২২. ক্রমবাচক বিশেষণ ঃ দশম শ্রেণি, পঞ্চম জন্মদিন
২৩. পরিমাণবাচক বিশেষণ ঃ পাঁচ শতাংশ, এক কেজি চাল
২৪. অংশবাচক বিশেষণ ঃ অর্ধেক সম্পত্তি
২৫. উপাদানবাচক বিশেষণ ঃ বেলে মাটি, মেটে কলসি
২৬. প্রশ্নবাচক বিশেষণ ঃ কেমন আছেন?
২৭. নির্দিষ্টতাবাচক বিশেষণ ঃ এই মেয়ে, সেই ছেলে
২৮. ভাব বিশেষণ কত প্রকার ঃ ৪ প্রকার ( ক্রিয়া বিশেষণ, বিশেষণীয় বিশেষণ,
অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ )
২৯. বিশেষণের অতিশায়ন ঃ দু ইবা ততোধিক বিশেষ্য পদের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে ( যমুনা একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর কিš‧ মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী )
৩০. নির্ধারক বিশেষণ ঃ দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যখন একের অধিক কোন কিছুকে বোঝানো হয়, তখন তাকে নির্ধারক বিশেষণ বলে ( রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা )
৩১. ক্রিয়া বিশেষণ কোন বাক্যটি ঃ তাড়াতাড়ি পড়
৩২. তিনটি বছর – এখানে ‘তিনটি’ কোন পদ ঃ বিশেষণ
৩৩. ‘এ যে আমাদের চেনা লোক’ – বাক্যে ‘চেনা’ কোন পদ ঃ বিশেষণ
৩৪. ‘নিশীথ রাতে বাজে বাঁশি’ – বাক্যে ‘নিশীথ’ কোন পদ ঃ বিশেষ্যের বিশেষণ
৩৫. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে বলে ঃ নাম বিশেষণ
৩৬. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় ঃ ক্রিয়া বিশেষণ
৩৭. ধাতুর শেষে ‘অন্ত’ প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয় ঃ বিশেষণ
৩৮. ক্রিয়া বিশেষণের উদাহরণ ঃ সে খুব তাড়াতাড়ি হাঁটল
৩৯. কোনটি বিশেষণের বিশেষণ ঃ অতিশয় মন্দ কথা
৪০. ‘এ মাটি সোনার বাড়া’ এ উদ্বৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে ঃ বিশেষণের অতিশায়ন
৪১. ‘সাইরেন বেজে উঠল’ বাক্যে ‘বেজে উঠল’ কী ধরনের ক্রিয়াপদ ঃ যে․গিক
৪২. ‘প্রথম পরীক্ষা’ এখানে ‘প্রথম’ কী ধরনের বিশেষণ ঃ ক্রমবাচক
৪৩. ‘নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়’ এখানে ‘নীল’ কোন পদ ঃ বিশেষণ
৪৪. ‘লাজ’ কোন ধরনের শব্দ ঃ বিশেষ্য
৪৫. কোনটি বিশেষ্য ঃ চাতুর্য
৪৬. ‘অবজ্ঞাত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ অবজ্ঞা
৪৭. ‘আরণ্যক’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ অরণ্য
৪৮. ‘অভ্যস্ত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ অভ্যাস
৪৯. ‘আহত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ আঘাত
৫০. ‘ঐতিহাসিক’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ ইতিহাস
৫১. ‘ঐচ্ছিক’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ ইচ্ছা
৫২. ‘উৎকৃষ্ট’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ উৎকর্ষ
৫৩. ‘গরিষ্ঠ’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ গুরু
৫৪. ‘গম্ভীর’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ গাম্ভীর্য
৫৫. ‘চতুর’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ চাতুর্য
৫৬. ‘চালাক’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ চালাকী
৫৭. ‘জীবনী’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ জীবন
৫৮. ‘দার্শনিক’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ দর্শন
৫৯. ‘ন্যায্য’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ ন্যায়
৬০. ‘প্রচুর’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ প্রাচুর্য
৬১. ‘পার্থিব’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ পৃথিবী
৬২. ‘বুদ্ধিমান’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ বুদ্ধিমত্তা
৬৩. ‘বিস্মিত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ বিস্ময়
৬৪. ‘ভে․গোলিক’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ ভূগোল
৬৫. ‘মধুর’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ মাধুর্য
৬৬. ‘রেশমী’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ রেশম
৬৭. ‘লবনাক্ত’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ লবণ
৬৮. ‘দরিদ্র’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ দারিদ্র্য
৬৯. ‘দাহ্য’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ দাহ
৭০. ‘দীন’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ দীনতা
৭১. ‘নিপুণ’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ ক্সনপুণ্য
৭২. ‘লাজুক’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ লাজ
৭৩. ‘সুন্দর’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ সে․ন্দর্য
৭৪. ‘সর্বজনীন’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ সর্বজন
৭৫. ‘স্বতন্ত্র’ বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন ঃ স্বাতন্ত্র্য
৭৬. ‘আপন/নিজের ভাল সবাই চায়’ এখানে ‘ভাল’ কোন পদ ঃ বিশেষ্য
৭৭. ‘ভাল বাড়ি পাওয়া কঠিন’ এখানে ‘ভাল’ কোন পদ ঃ বিশেষণ
৭৮. ‘গভীর নিশীতে প্রকৃতি সুপ্ত’ এখানে ‘নিশীতে’ কোন পদ ঃ বিশেষ্য
৭৯. ‘নিশীত রাতে বাজছে বাঁশী’ এখানে ‘নিশীত’ কোন পদ ঃ বিশেষণ
৮০. ‘এ এক বিরাট সত্য’ এখানে ‘সত্য’ কোন পদ ঃ বিশেষ্য
৮১. ‘সত্য পথে থেকে সত্য কথা বল’ এখানে ‘সত্য’ কোন পদ ঃ বিশেষণ
৮২. ‘অতি ভক্তি চোরের লক্ষণ’ বাক্যটির ‘অতি’ পদটি ঃ নাম বিশেষণ
৮৩. ‘তুমি এতক্ষণ কী করেছ?’ এখানে ‘কী’ কোন পদ ঃ বিশেষ্য
৮৪. ‘তুমি কী এতক্ষণ থাকবে?’ এখানে ‘কী’ কোন পদ ঃ বিশেষণ
৮৫. কোনটি বিশেষণ বাচক শব্দ ঃ জীবনী
৮৬. ‘দহন’ শব্দের বিশেষণ কোনটি ঃ দহনীয়
৮৭. ‘ইচ্ছা’ বিশেষ্যর বিশেষণ কোনটি ঃ ঐচ্ছিক
৮৮. বাংলা ‘ধীর’ শব্দটির বিশেষ্য কী ঃ ধীরতা
৮৯. ‘সন্ধ্যা’ শব্দের বিশেষণ কোনটি ঃ সান্ধ্য
৯০. কোন পদটি বিশেষ্য ঃ দিগম্বর/দীন
৯১. কোনটি বিশেষ্য-বিশেষণ জোড় ঃ ডাকাত-ডাকাতি
৯২. কোনটি বিশেষণ ঃ পার্থিব
৯৩. কোনটি বিশেষ্য ঃ অভ্যাস
৯৪. ‘উৎকর্ষ’ হচ্ছে ঃ বিশেষ্য পদ
৯৫. কোন শব্দটি বিশেষ্য ঃ অরণ্য
৯৬. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে ঃ সুন্দর
৯৭. ‘ভালো’ বিশেষণরুপে ব্যবহৃত হয়েছে ঃ ভালোকে ভালো বলবো না তো কী?
৯৮. ‘ভালো’ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে ঃ নিজের ভালো কে না চায়
৯৯. ‘মন্দকে মন্দ বলতেই হবে’ এখানে ঃ প্রথমটি বিশেষ্য এবং ২য় টি বিশেষণ
১০০. ‘পুণ্যে মতি হোক’ বাক্যে ‘পূণ্যে’ কোন পদরুপে ব্যবহৃত হয়েছে ঃ বিশেষ্য
১০১. ‘অণু’ শব্দের বিশেষণ ঃ আনবিক
১০২. ‘তুমি এতক্ষণ কী করেছ’ এই বাক্যে ‘কী’ কোন পদ ঃ সর্বনাম
১০৩. যার ব্যয় বা পরিবর্তন হয় না ঃ অব্যয়
১০৪. একবচন বা বহুবচন হয় না ঃ অব্যয় শব্দের
১০৫. বিভক্তিচিহ্ন যুক্ত হয় না ঃ অব্যয় শব্দের সাথে
১০৬. স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না ঃ অব্যয় শব্দের
১০৭. সংকোচক অব্যয় ঃ অথচ, বরং
১০৮. সংযোজক অব্যয় ঃ ও, এবং, তাই, আর
১০৯. বিয়োজক অব্যয় ঃ কিংবা, কিš‧, বা, অথবা, নতুবা
১১০. বাংলা ভাষায় অব্যয় শব্দ রয়েছে ঃ ৩ প্রকার ( বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয়
শব্দ, বিদেশী অব্যয় শব্দ )
১১১. বাংলা অব্যয় শব্দ ঃ আর, আবার, ও, হাঁ, না
১১২. তৎসম অব্যয় শব্দ ঃ যদি, যথা, সহসা, হঠাৎ
১১৩. বিদেশী অব্যয় শব্দ ঃ আলবৎ, বহুত, খাসা, মাইরি
১১৪. অব্যয় প্রধানত ঃ ৪ প্রকার ( সমুচ্চয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, অনুসর্গ অব্যয়,
অনুকার/ধ্বন্যাত্নক অব্যয় )
১১৫. ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য ঃ বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
১১৬. ব্যতিহারিক সর্বনাম কোনটি ঃ নিজে নিজে
১১৭. কোনটি সর্বনাম পদ ঃ সে
১১৮. ‘তুমি এতক্ষণ কী করেছ’ এখানে ‘কী’ কোন পদ ঃ সর্বনাম
১১৯. ‘যেমন কর্ম তেমন ফল’ বাক্যটি কী ঃ সাপেক্ষ সর্বনাম
১২০. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ ঃ যথা ধর্ম তথা জয়
১২১. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ঃ লেখা পড়া কর, নতুবা ফেল
করবে
১২২. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ এখানে ‘কিংবা’ অব্যয়টি ঃ বিয়োজক অব্যয়
১২৩. ‘লোকটি দরিদ্র কিš‧ সৎ’ বাক্যে ‘কিš‧’ হলো ঃ সংকোচক অব্যয়
১২৪. ‘পলাশ দেখতে সুন্দর বটে কিš‧ গন্ধহীন’ এখানে ‘কিš‧’ হলো ঃ সংকোচক
অব্যয়
১২৫. ‘এবং’ কোন পদ ঃ অব্যয়
১২৬. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রুপ’ বাক্যে ‘মরিমরি’ কোন শ্রেণির অব্যয় ঃ
অনন্বয়ী অব্যয়
১২৭. ‘দ্বারা, দিয়া, হইতে, থেকে’ এগুলিকে বলে ঃ অনুসর্গ অব্যয়
১২৮. ‘কড়কড়’ কোন অব্যয় ঃ অনুকার অব্যয়
১২৯. কুহু কুহু, শন শন, গুড় গুড়, কল কল ঃ অনুকার অব্যয়
১৩০. ‘হু হু করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে’ বাক্যটিতে ‘হু হু’ কোন অর্থ প্রযুক্তঃ ধ্বন্যাত্নক অব্যয়
১৩১. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এখানে ‘টাপুর টুপুর’ কোন পদ ঃ অব্যয়
১৩২. ‘না’ কোন জাতীয় শব্দ ঃ অব্যয়
১৩৩. ‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’ এখানে ‘না’ এর ব্যবহার কি অর্থে ঃ
হ্যাঁ বাচক
১৩৪. ‘তুমি না সেদিন আবৃত্তি করেছিলে’ এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত ঃ নিশ্চয়তা
১৩৫. ‘সে নাকি আসবে না’ এখানে ‘না’ অব্যয় কি অর্থে ব্যবহৃত হচ্ছে ঃ সম্ভাবনা
অর্থে
১৩৬. ‘তুমি কি আমায় চেন?’ এখানে ‘কি’ এর ব্যাকরণগত পরিচয় ঃ অব্যয়
১৩৭. ‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ’ এই বাক্যে ‘কী’ এর অর্থ ঃ
বিরক্তি
১৩৮. ‘কী আপদ লোকটা যে পিছু ছাড়ে না’ এখানে ‘কী’ এর অর্থ ঃ বিরক্তি
১৩৯. ‘শুধু শুধু তিনি রেগে ওঠেন’ বাক্যটিতে কোন ভাব প্রকাশ করা হয়েছে ঃ
অভ্যাস
১৪০. ‘কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা’ বাক্যটি কী প্রকাশ করেঃ
অনিশ্চয়তা
১৪১. ‘তুই কি কাজ করবি, না মার খাবি?’ বাক্যে ‘কি’ এর ব্যবহার হয়েছে ঃ বিরক্তি
প্রকাশে
১৪২. ‘তাকেও আসতে বলেছি’ বাক্যের ‘ও’ অব্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে ঃ
স্বীকৃতি জ্ঞাপনে
১৪৩. ‘যত গর্জে তত বর্ষে না’ বাক্যটিতে ‘যত তত’ অব্যয়ের ব্যবহার কোন অর্থে ঃ
তুলনা
১৪৪. ‘আকাশ শুধু নীল আর নীল’ এই বাক্যে ‘আর’ হচ্ছে ঃ অব্যয়
১৪৫. ‘আ মরি বাংলা ভাষা’ এ চরণে ‘আ’ দ্বারা কী প্রকাশ পেয়েছে ঃ আনন্দ
১৪৬. ‘হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে’ বাক্যটিতে ‘দিয়ে’ হলো ঃ অব্যয়
১৪৭. ঘৃণা প্রকাশে অনন্বয়ী অব্যয় ঃ ছি ছি, তুমি এত নীচ
১৪৮. সম্মতি প্রকাশে অনন্বয়ী অব্যয় ঃ আমি আজ আলবৎ যাব
১৪৯. ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ প্রধানত ঃ ২ প্রকার
( সমাপিকা ও অসমাপিকা )
১৫০. সমাপিকা ক্রিয়া ঃ বাক্যের সমাপ্তি ঘটে
১৫১. অসমাপিকা ক্রিয়া ঃ বাক্যের পরিসমাপ্তি ঘটে না
১৫২. কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়া ঃ ৪ প্রকার ( সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া,
দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া )
১৫৩. যে ক্রিয়ার কর্ম নেই ঃ অকর্মক ক্রিয়া
১৫৪. যে ক্রিয়ার ২টি কর্মপদ থাকে ঃ দ্বিকর্মক ক্রিয়া
১৫৫. প্রযোজক কর্তা ঃ যে ক্রিয়া প্রযোজনা করেন ( মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন )
১৫৬. প্রযোজ্য কর্তা ঃ যাকে দিয়ে ত্রিয়াটি অনুষ্ঠিত হয় ( মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন )
১৫৭. প্রযোজক/ণিজন্ত ক্রিয়া ঃ একের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত
( মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন )
১৫৮. সমধাতুজ কর্ম ঃ বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ
কর্মপদকে সমধাতুজ কর্ম বলে ।
১৫৯. গঠন ‣বশিষ্ট্য অনুসারে ক্রিয়া ঃ ২ প্রকার ( যে․গিক ক্রিয়া ও মিশ্র
ক্রিয়া/সংযোগমূলক ক্রিয়া )
১৬০. ক্রিয়াপদ ঃ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
১৬১. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসাে কোনপদ ছাড়া বাক্য গঠন করা যায় না ঃ
ক্রিয়াপদ ( বাক্যের অপরিহার্য পদ )
১৬২. উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ ঃ ২ ভাগে বিভক্ত ( মে․লিক ও কৃদন্ত )
১৬৩. ‘বাবা বাড়ি নেই’ এ বাক্যে ‘নেই’ কোন পদ ঃ ক্রিয়া
১৬৪. অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায় ঃ এক প্রকার
১৬৫. ‘মা শিশুটিকে খাওয়াচ্ছেন’ এখানে ‘খাওয়াচ্ছেন’ কোন ক্রিয়াপদ ঃ
ণিজন্ত/প্রযোজক
১৬৬. ‘ছেলেটি গোল্লায় গেছে’ এ বাক্যে ক্রিয়াপদ কোন ধরনের ঃ মিশ্র ক্রিয়া
১৬৭. ‘যত্ন করলে রত্ন মেলে’ এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ ঃ অসমাপিকা
১৬৮. বাক্যে সমাপিকা ক্রিয়া কোথায় বসে ঃ শেষে
১৬৯. অকর্মক ক্রিয়ার উদাহরণ ঃ আমি চোখে দেখি না
১৭০. ‘শিক্ষায় মন সং¯‥ারমুক্ত হয়ে থাকে’ বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে ঃ
অভ্যস্ততা অর্থে
১৭১. কিসের ভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না ঃ বচনভেদে
১৭২. সমধাতুজ কর্ম আছে ঃ সে ঘুমিয়ে আছে
১৭৩. সমধাতুজ কর্ম আছে ঃ সে খুব আরামে ঘুম ঘুমিয়েছে
১৭৪. ‘এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?’ বাক্যে ‘এতক্ষণ গাছের
ছায়ায় বসা’ অংশটি ঃ ক্রিয়া ¯
ানীয়

Post a Comment

Previous Post Next Post
Clicky