বিসিএসঃ বাংলা ভাষা ও সাহিত্য- অনুসর্গ

বিসিএসঃ বাংলা ভাষা ও সাহিত্য- অনুসর্গ

১. যে সব অব্যয় বিশেষ্য ও সর্বনামের পরে বসে বিভক্তির কাজ করে সেগুলোকে বলেঃ অনুসর্গ
২. বাংলা ভাষায় ব্যবহৃত অনুসর্গঃ
প্রতি , বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, বশত, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সাথে, সঙ্গে, হইতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর, উপরে, লাগিয়া, পাশে, কারণে, ভেতর, পানে, তরে, বিনা, হতে ইত্যাদি।

৩. শব্দের পরে বসে ঃ অনুসর্গ/প্রত্যয়/বিভক্তি/পদাশ্রিত নির্দেশক
৪. কখনো কখনো বিভক্তিরুপে ব্যবহৃত হয় ঃ অনুসর্গ
৫. অনুসর্গ ঃ অব্যয় জাতীয় শব্দ
৬. অনুসর্গের কোন প্রকারভেদ নেই।
৭. অনুসর্গের নতুন শব্দ গঠনের ক্ষমতা নেই ।
৮. অনুসর্গ কখনো কখনো স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে।
৯. সত্য বই মিথ্যা বলবো না । এখানে ‘বই’ ঃ অনুসর্গ
১০. ‘হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে’- বাক্যটিতে ‘দিয়ে’ হলো ঃ অনুসর্গ
১১. অনুসর্গের প্রয়োগ ঃ তুমি বিনা আমার কে আছে?, বিনি সুতায় গাঁথা মালা, শত্রুর সহিত সন্ধি চাই না, শরতের পরে আসে বসন্ত, সীমার মাঝে অসীম তুমি।
 

Post a Comment

Previous Post Next Post
Clicky